নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-০৯ সিলেটে দুটি পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ও ১৭২ বোতল ফেন্সিডিলসহ এক পুরুষ ও এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-০৯ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ সিপিসি-১ কোম্পানির একটি আভিযানিক দল মেজর মো শওকাতুল মোনায়েম, এএসপি এ কে এম কামরুজ্জামান ও মিডিয়া অফিসার এএসপি ওবাইনের নেতৃত্বে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার সবুজবাগ আবাসিক এলাকা থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ও ১৭২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আল আমিনকে (পিতা মৃত জামাল আহাম্মদ, গংগারজল, জকিগঞ্জ, সিলেট) গ্রেফতার করে।
এছাড়া আগের দিন রাত সোয়া ৮টার দিকে র্যাব-০৯ সিপিসি-১ কোম্পানির একটি আভিযানিক দল এএসপি এ কে এম কামরুজ্জামান ও এএসপি আবদুল্লাহর নেতৃত্বে সিলেট মহানগরীর শাহজালাল উপশহরের একটি বাসায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগমকে (স্বামী মো জালাল উদ্দিন তাপাদার, গংগারজল, জকিগঞ্জ, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্যে গ্রেফতারকৃতদেরকে মাদক আইনে মামলা দায়ের করে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply