নিজস্ব প্রতিবেদক : সিলেটের শ্রীরামপুর বাইপাস এলাকায় র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
র্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানিয়েছেন, বুধবার ভোরে এ বন্ধুকযুদ্ধ হয়। এতে নিহত শহীদুল ইসলাম ওরফে শহীদ মিয়া দক্ষিণ সুরমা থানার তেলিবাজার আহম্মদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
আরো জানানো হয়েছে, রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর একটি বিশেষ দল দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুর বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় এসময় মাদক ব্যাবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাব তখন পাল্টা গুলি চালালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শহীদ মিয়া গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব ৯ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে।
Leave a Reply