সিলেট কোতয়ালি মডেল থানা এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর ভ্রাম্যমাণ আদালত ৮ জন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।
সোমবার সন্ধ্যায় র্যাব-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্পের একটি দল এএসপি নাহিদ হাসান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক ইমন সহ মহানগরীর সুবিদ বাজার ও ক্বিনব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এতে মাদক সেবনরত অবস্থায় ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। করা হয় জরিমানা। এছাড়া বেশকিছু মাদকদ্রব্য ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। দণ্ডিতদেরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply