নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিলেট মহানগরীর পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেজর মো শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুমদার ও এএসপি আফসান-আল-আলমের নেতৃত্বে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত মাদককারবারির নাম মোহাম্মদ জাবেদ। তার পিতা মৃত মো তৈয়ব আলী। বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কান্দিরপাড়। তবে সে সিলেট মহানগরীর কাষ্টঘর এলাকায় বসবাস করছিল। তাকে আলামতসহ এসএমপির শাহপরান (র) থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply