র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানা এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার ও শিশু অপহরণ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে সাড়ে ১১টার দিকে শাহপরাণ থানা এলাকা থেকে ঋষি, আবুল আমিদ ও সাব্বির ইসলামকে গ্রেফতার করে তাদের হেফাজত হতে অপহৃত শিশুটিকে উদ্ধার করে।
অপহরণকারী চক্রের তিন সদস্যর বিরুদ্ধে এসএমপির কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা আছে।
উদ্ধারকৃত শিশু ও অপহরণকারীদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply