নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সিলেটের দক্ষিণ সুরমা ও মোগলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ওজনে কম দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে ও অনুমোদন ছাড়া খাদ্য উৎপাদন ও পরিবেশনের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করেছে।
রবিবার আনুমানিক সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত র্যাব-৯, সিলেটের স্পেশাল কোম্পানির আভিযানিক দল সিলেট মহানগর পুলিশ-এসএমপির এ দুটি থানাধীন গোটাটিকর বিসিক শিল্পনগরী ও কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহর নেতৃত্বে ও বিএসটিআই কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্যাকেটে ওজনে কম দেওয়া, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এবং স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য উৎপাদনের অপরাধে বিএসটিআই আইন-১৮, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এবং ভোক্তা পরিবেশ সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে এই জরিমানা করে।
এর মধ্যে বিসিক শিল্পনগরীতে মেসার্স ফিজা এন্ড কোম্পানির মো আবুল কালামকে ২৫ হাজার টাকা (অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড), মো আব্দুর রহিমকে ২ লাখ ২৫ হাজার টাকা (অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড), মো এহতেশাম সরকারকে ২ লাখ ২৫ হাজার টাকা (অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) ও মো জাকিরকে ২৫ হাজার টাকা (অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড), রসমেলা সুইটসের মো সেলিম উদ্দিনকে ২ লাখ ২৫ হাজার টাকা (অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড), কদমতলীর টেস্টি ট্রিটের (বঙ্গ বেকার্স) মো নাছিম মিয়াকে ৫০ হাজার টাকা (অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড) ও মো হাফিজুর রহমানকে ৩ লাখ ৫০ হাজার টাকা (অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং পাঠানপাড়ার খান পিভিসি পাইপের আব্দুল্লাহ-আল-মামুনকে ৫০ হাজার টাকা (অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড) জরিমানা করা হয়।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply