নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ অভিযান চালিয়ে সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেলে আটকে রেখে দুই তরুণীকে গণধর্ষণ মামলার পলাতক আসামি নাবিল রাজা চৌধুরীকে (৩৫) গ্রেফতার করেছে।
র্যাব-৯, ব্যাটালিয়ন সদর, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার কোতয়ালি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব ৯ আরও জানায়, গ্রেফতারকৃত আসামি নাবিল রাজা চৌধুরী (পিতা ফরহাদ রাজা চৌধুরী, হরিনাপাটি, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা জালালাবাদ আ/এ বাসা নং-৪৭/১০, সিলেট) এসএমপির জালালাবাদ থানার গণধর্ষণ ও চুরির সহায়তা মামলার এজাহারনামীয় আসামি। গণধর্ষণ ও চুরিতে জড়িত অন্যান্য আসামিকে গ্রেফতারেও গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
র্যাব আরও জানিয়েছে, গত ২৩ শে আগস্ট বান্ধবীর ভাইকে রক্ত দেওয়ার অনুরোধ জানিয়ে কৌশলে দুই তরুণীকে জালালাবাদ থানাধীন পাঠানটুলায় রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী গ্রিন হিল আবাসিক হোটেলের ৪র্থ তলায় ডেকে নিয়ে দুটি কক্ষে গ্রেফতারকৃত আসামিসহ মামলার অন্যান্য আসামি রাতভর পালাক্রমে ধর্ষণ করে।
এ সময় তরুণীদের নিকটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় আসামিরা। পরবর্তী সময়ে ধর্ষণের কোন ঘটনা ঘটেনি মর্মে জোরপূর্বক তাদের জবানবন্দি মোবাইল ফোনে রেকর্ড করে রাখে।
এ ঘটনার পর দুই তরুণী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে ঘটনার ৫ দিন পর ২৮ আগস্ট জালালাবাদ থানায় বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এ ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় তুলে। এরই পরিপ্রেক্ষিতে আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply