নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গোলাপ মিয়াকে (২৪) গ্রেফতার করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল বুধবার তাকে গ্রেফতার করে।
গোলাপ মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
র্যাব জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২০২০ সালে, ২০২১ সালে ও ২০২২ সালে অন্তত ৪টি মাদক, দস্যুতা ও ডাকাতির মামলা রুজু হয়। তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply