নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেট মহানগরীর কাজীটুলা এলাকা থেকে প্রায় ৩ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
র্যাব ৯ সদর ক্যাম্প সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে অভিযান চালিয়ে মহানগরীর কাজীটুলা লোহারপাড়ায় ওয়াজেদ ভিলার দোতলা বাসার নিচতলার পূর্ব পাশের ৫ নম্বর কক্ষ থেকে ২ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পাবনার সদর থানার শিবরামপুর এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ মোতাহারের ছেলে মোহাম্মদ রুমন (৪০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই বাসায় থেকে ইয়াবা ব্যবসা পরিচালনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিলেট কোতয়ালি থানায় মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সহ হস্তান্তর করা হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply