নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ এর অভিযানে চাঞ্চল্যকর কিশোরী অপহরণ ও গণধর্ষণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার হয়েছে।
প্রাপ্ত অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ইসলামপুর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসএমপির মোগলাবাজার থানাধীন জালালপুর বাজারে জিতু মিয়ার কলোনির ১২ নম্বর কক্ষ থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণ ও গণধর্ষণ মামলার প্রধান দুই আসামি সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন জাফরাবাদ গ্রামের মৃত ইরফান আলীর ছেলে আব্দুল আলী (৪০) ও মোগলাবাজার থানাধীন ছবদলপুর এলাকার মৃত আফতাব আলীর ছেলে মো আলাউদ্দিনকে (৩২) গ্রেফতার করে।
র্যাব ৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দু’জন জানায়, গত ২৯ এপ্রিল সন্ধ্যা অনুমান সোয়া ৬টায় এই কিশোরীকে (১৭) তার নিজবাড়ির পিছনের দিক থেকে তারা অপহরণ করে সিএনজি অটোরিকশায় তুলে মুখে গামছা পেঁচিয়ে জালালপুর বাজারে জিতু মিয়ার কলোনিতে নিয়ে আরও ৪/৫ জন মিলে পালাক্রমে ধর্ষণ করে।
আসামিদেরকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply