নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্যাকেটে ওজন-পরিমাপে কম দেওয়া এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ও স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য তৈরির অপরাধে ৫টি প্রতিষ্ঠানের বিভিন্ন জনের নিকট থেকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত র্যাব ৯ সিলেটের স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ ও বিএসটিআই কর্মকর্তাদের নেতৃত্বে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র) ও মোগলাবাজার থানা এলাকায় এই অভিযান চালায়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই আইন-২০১৮ ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ ও ভোক্তা পরিবেশ সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে মেসার্স দুধওয়ালার মোতাহের হোসেনকে ৫০ হাজার টাকা (অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড), মধুবনের মো মাহফুজ আলমকে ৮০ হাজার টাকা (অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড), ফুলকলির মো জসিম উদ্দিনকে ৩০ হাজার টাকা (অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড) রাজমহল ফুডস এন্ড সুইটসের মো মহিউদ্দিনকে ৮০ হাজার টাকা (অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড) ও মেসার্স রনি এডিবল অয়েল এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের শামসুদ্দিনকে ৫০ হাজার টাকা (অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড) জরিমানা করা হয়।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply