নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের উদ্যোগে সিলেটে গ্রুপ সভাপতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার লিডিং ইউনিভার্সিটিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড কামরুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন, অধ্যাপক আবুল কালাম চৌধুরী এলটি। স্বাগত বক্তব্য রাখেন, জেলা রোভার কমিশনার জহির উদ্দিন আমিন। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক এ কে এম সেলিম চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রহমান এলটি ও ডিআরসি অধ্যাপক মোজাহিদ হোসেন এলটি। পরিচালনায় ছিলেন, জেলা রোভার সম্পাদক মবশ্বীর আলী।
কর্মশালায় এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, মদন মোহন কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, বিয়ানীবাজার সরকারি কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ, বড়লেখা ডিগ্রি কলেজ, ইছামতি ডিগ্রি কলেজ, নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা, সুনামগঞ্জ পৌর কলেজ, জালালপুর ডিগ্রি কলেজ, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, ভাদেশ্বর মহিলা কলেজ, বারহাল কলেজ, লিডিং ইউনিভার্সিটি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি সহ সিলেট বিভাগের ৪০টি কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা রোভার সম্পাদক আবু নাছের, সিলেট জেলা রোভার যুগ্ম সম্পাদক সাইদ আহমদ হাসান রিমন, সহকারী কমিশনার তোফায়েল আহমদ তুহিন, সিলেট বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি শুকরান আহমেদ রানা প্রমুখ।
Leave a Reply