সিলেটে রোটারি ডিস্ট্রিক্ট মেম্বারশিপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মহানগরীর দরগা গেইটে একটি অভিজাত হোটেলে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন এর আয়োজন করে।
সেমিনাব উদ্বোধন করেন, রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান অধ্যক্ষ তৈয়ব চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, ডিস্ট্রিক্ট মেম্বারশিপ কমিটির সভাপতি পিপি রোটারিয়ান টিটু ওসমানী।
ডিজিই রোটারিয়ান দিল নাসিন মহসিন, প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ড মঞ্জুরুল হক চৌধুরী, ডিইএনপি রোটারিয়ান ড বেলাল উদ্দিন আহমদ, পিডিজি ইঞ্জিনিয়ার রোটারিয়ান এম এ লতিফ ও আইপিডিজি রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী।
Leave a Reply