রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে ‘অ্যান্ড পোলিও নো’ স্লোগান সম্বলিত বিল বোর্ড উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে ও সোবহানীঘাট এলাকায় বিল বোর্ডের উদ্বোধন করেন রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮২ ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট রোটারিয়ান ইয়াকুতুল গনি ওসমানী। উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর রোটারিয়ান এম নূরুল হক সোহেল, রোটারিয়ান শামসুল হক দিপু, অ্যাসিসট্যান্ট গভর্নর রোটারিয়ান ফেরদৌস আলম, ডিস্ট্রিক্ট ট্রেজারার রোটারিয়ান ইকবাল হোসেন খান, ডেপুটি কো অর্ডিনেটর রোটারিয়ান কবির উদ্দিন, আইপিপি রোটারিয়ান মো আজিজুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সুফিয়ান, ট্রেজারার রোটারিয়ান ইকবাল হোসেন, রোটারিয়ান আহসান আহমদ খান, রোটারিয়ান আক্তার চৌধুরী রুবেল, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান রাসেল মাহবুব, রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরী, রোটারিয়ান সৈয়দ বাহারুল ইসলাম রিপন, রোটারিয়ান ইখতিয়ার আহমদ চৌধুরী, রোটারিয়ান কাজী আব্দুল জলিল খান, রোটারিয়ান জাফর তাহের, রোটারিয়ান এনাম আহমেদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি রোটারিয়ান মো রেহান উদ্দিন রায়হান।
Leave a Reply