সিলেটে রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে ‘যুবকরাই আমাদের ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জালালাবাদী রোটারি হাসপাতাল সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, পিডিজি ডা মঞ্জুরুল হক চৌধুরী।
রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, ডিজিএন রোটারিয়ান আতাউর রহমান পীর। আইপিডিজি রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী, রোটারিয়ান আনহার শিকদার, রোটারিয়ান তানভীর হোসেন ও রোটারিয়ান রুমেল পীর। সেক্রেটারি রোটারিয়ান মাহবুবুল আলম মিলনের সঞ্চালনায় রোটারেক্ট ক্লাব অব সিলেট পাইওনিয়ার, রোটারেক্ট ক্লাব অব এমসি কলেজ, রোটারেক্ট ক্লাব অব মদনমোহন কলেজ, রোটারেক্ট ক্লাব অব লিডিং ইউনিভার্সিটি, রোটারেক্ট ক্লাব অব জালালাবাদ ও রোটারেক্ট ক্লাব অব ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply