নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বর্তমান কমিটি এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।
বুধবার দুপুরে প্রতিষ্ঠানের বর্তমান কমিটি আহুত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২০ নভেম্বর এক আদেশে ইতোপূর্বে গঠিত এডহক কমিটি বাতিল করায় বর্তমান কমিটিই বহাল থাকলো।
পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রতিষ্ঠানের শারদা স্মৃতি ভবন সংলগ্ন কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল। এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, কার্যনির্বাহী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইদুর রহমান, গৌতম চক্রবর্তী, সুয়েব আহমদ, মাতৃমঙ্গল হাসপাতাল ও রক্ত কেন্দ্রের পরিচালক ডা সুধাময় মজুমদার, আজীবন সদস্য আব্দুল হাসনাত মোস্তাক, তপন পাল, সাহেদ আহমদ সুনিম, তাজ উদ্দিন খান আলম, নূরুল ইসলাম সোহেল, গুলজার আহমদ জগলু, আশফাক উদ্দিন আহমদ, যুব রেড ক্রিসেন্ট সিলেটের যুব প্রধান মিনহাজুল আবেদীন, উপ যুব প্রধান নাজিম খান, কার্যকরী সদস্য পারভেজ আহমদ, দাইয়ান আহমদ, নাঈম ও পলাশ।
Leave a Reply