JUST NEWS
FOR THE FIRST TIME ON NATIONAL TEA DAY 8 INDIVIDUALS AND INSTITUTIONS OF THE COUNTRY RECEIVED NATIONAL TEA AWARDS IN VARIOUS CATEGORIES
সংবাদ সংক্ষেপ
Closing ceremony of Sylhet Divisional Literary Fair শ্রীমঙ্গলে জাতীয় চা দিবসের অনুষ্ঠান || প্রথমবার ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো ‘জাতীয় চা পুরস্কার’ মাধবপুরে জায়গা কিনেও বিক্রেতার বাধায় বাড়ি করতে পারছেনা এক প্রবাসী পরিবার গণসংযোগকালে সিলেটের সন্তান হিসেবে নিজের দায়িত্বের কথা জানালেন আনোয়ারুজ্জামান সিলেট বিভাগীয় সাহিত্য মেলা এ অঞ্চলে সাহিত্যচর্চায় নতুন গতি সঞ্চার করবে : আশাবাদ সমাপনী দিনে সিসিক কাউন্সিলর প্রার্থী রেজওয়ান আহমদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন নির্মাণাধীন নগর ভবনের ছাদ থেকে পড়া পাইপের আঘাতে সেনা সদস্যের মৃত্যু উন্নয়নের ফাঁকা বুলিতে নগরবাসীকে ভুলানো যাবে না : মেয়র প্রার্থী বাবুল শাহজালাল ও শাহপরাণ মাজার জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারণায় আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট বিভাগের সাহিত্যকর্মীদের অংশগ্রহণে শুরু হলো দুই দিনের বিভাগীয় সাহিত্য মেলা শনিবার থেকে সিলেট বিভাগীয় সাহিত্য মেলা || আয়োজন দুদিনের উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যাকে আবার নির্বাচিত করুন : মজিদ খান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আনোয়ারুজ্জামানের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন সিলেট মহানগরবাসীর খেদমত করতেই সিসিক নির্বাচনে প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম বাবুল বিশ্বনাথ থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেফতার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক ‘নৌকা’ বরাদ্দ পেয়েই নগরবাসীর দ্বারে দ্বারে আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেটে রেড ক্রিসেন্টের বর্তমান কমিটি ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে

  • বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বর্তমান কমিটি এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।
বুধবার দুপুরে প্রতিষ্ঠানের বর্তমান কমিটি আহুত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২০ নভেম্বর এক আদেশে ইতোপূর্বে গঠিত এডহক কমিটি বাতিল করায় বর্তমান কমিটিই বহাল থাকলো।
পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রতিষ্ঠানের শারদা স্মৃতি ভবন সংলগ্ন কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল। এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, কার্যনির্বাহী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইদুর রহমান, গৌতম চক্রবর্তী, সুয়েব আহমদ, মাতৃমঙ্গল হাসপাতাল ও রক্ত কেন্দ্রের পরিচালক ডা সুধাময় মজুমদার, আজীবন সদস্য আব্দুল হাসনাত মোস্তাক, তপন পাল, সাহেদ আহমদ সুনিম, তাজ উদ্দিন খান আলম, নূরুল ইসলাম সোহেল, গুলজার আহমদ জগলু, আশফাক উদ্দিন আহমদ, যুব রেড ক্রিসেন্ট সিলেটের যুব প্রধান মিনহাজুল আবেদীন, উপ যুব প্রধান নাজিম খান, কার্যকরী সদস্য পারভেজ আহমদ, দাইয়ান আহমদ, নাঈম ও পলাশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest