বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত মুখ্য উপস্থাপক রোকেয়া বেগমের মুক্তিযোদ্ধা স্বীকৃতি প্রাপ্তিতে রেডিও অ্যানাউন্সারস্ ক্লাব-র্যাংক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইকরামুল কবির। সভাপতিত্ব করেন র্যাংক সভাপতি শীমুল আক্তার। বিশেষ অতিথি ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহ সভাপতি মো আব্দুল খালিক, সেক্টর কমান্ডারস ফোরাম সিলেটের সহ সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক গ ক ম আলমগীর। আবৃত্তিকার উপস্থাপক সৈয়দ সাইমুম আনজুম ইভানের পরিচালনায় মানপত্র পাঠ করেন নন্দীতা দত্ত। অনুষ্ঠানে বেতার ঘোষক ঘোষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন মো শফিকুল ইসলাম, শাহনাজ বেগম, সাবিহা সামাদ, সাবিহা সুলতানা, কুমকুম আনোয়ার, সৈয়দা হাসনা আক্তার, সঞ্জীব রায়, সাবরিনা সুলতানা, ধ্রুব গৌতম, সায়েমা সুলতানা, শ্রাবনী দে এ্যানী, অনিমা দে তন্বী, ফারিয়া লিয়াকত অভি, মুবাশ্বরি তাসনিম, মাসুদা সিদ্দিকা রূহী, রুবেল আহমেদ কুয়াশা, পপি কর প্রমুখ।
Leave a Reply