আল আজাদ : ২৩ মার্চ মঙ্গলবার ভোরে কালো পতাকার পাশাপাশি সর্বত্র স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেনাবাহিনীর বাঁধা ডিঙ্গিয়ে কর্মচারীরা এ পতাকা উত্তোলন করেন। বিদেশী দূতাবাসগুলোতেও স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ে। কোন কোন দূতাবাসে জনতা পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়।
স্বাধীন বাংলা কেন্দ্রীয় শ্রমিক পরিষদ নেতৃবৃন্দের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর বাসভবনে মিছিলের পর মিছিল আসতে থাকে। তিনি মিছিলকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
পল্টন ময়দানে জয়বাংলা বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সম্পর্কিত সংবাদে বলা হয় : রৌদ্রকরোজ্জ্বল সকাল ৯টা ২০ মিনিটে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে কুচকাওয়াজ শুরু হয়। কালচে সবুজ রংয়ের পটভূমিতে লাল বৃত্তের মাঝখানে সোনালী রংয়ের পূর্ব বাংলার মানচিত্র আঁকা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকালে হাজার হাজার দর্শক করতালি আর উল্লাসে ফেটে পড়ে। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন, ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আ স ম আবদুর রব ও আবদুল কুদ্দুছ মাখন। এ সময় রেকর্ডে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ গানটি বাজানো হয়। দশ প্লাটুন জয়বাংলা বাহিনী পতাকা উত্তোলনকালে সামরিক কায়দায় অভিবাদন জানায়। দশ প্লাটুনের মধ্যে এক প্লাটুন ছাত্রী, এক প্লাটুন কিশোর এবং এক প্লাটুন প্রাক্তন সেনাও ছিলেন। ব্যান্ড প্লাটুনও ছিল।
কুচকাওয়াজ শেষে জয়বাংলা বাহিনী মার্চ করে বঙ্গবন্ধুর বাসভবনে গেলে তিনি তাদের উদ্দেশে বক্তৃতা করেন।
স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও শ্রমিক পরিষদের যৌথ উদ্যোগে বায়তুল মোকাররমে একটি জনসভা অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়নও শহিদমিনারে একটি সভার আয়োজন করে। এ দিনটি ছিল প্রতিরোধ দিবস। সৈয়দপুরে সেনাবাহিনীর গুলিতে অন্ততঃ ৫০ জন নিহত ও কয়েকশ ব্যক্তি আহত হন।
সিলেটে ছাত্রনেতারা সকালে রেজিস্টারি মাঠে ও বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
সুনামগঞ্জে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে সর্বদলীয় নেতৃবৃন্দ স্বাধীন বাংলার পতাকা তুলেন সকালে। বিকেলে পুরাতন মহাবিদ্যালয় ভবন চত্ত¡রে সুজাত আহমদ চৌধুরীর সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ছাত্রলীগের মুজিবুর রহমান চৌধুরী, তালেব উদ্দিন আহমদ, ছাত্র ইউনিয়নের গোলাম রব্বানী প্রমুখ।
মৌলভীবাজারে ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে বিকেলে চৌমোহনায় দেওয়ান আবদুল ওয়াহাব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জনসভা। পোড়ানো হয় পাকিস্তানি পতাকা ও মোহাম্মদ আলী জিন্নাহর ছবি। উড়ানো হয় নতুন পতাকা। এর আগে একই স্থানে গৌরাপদ দেব কানু নামের একজন ন্যাপ (ওয়ালী) কর্মী পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছিলেন।
Leave a Reply