নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় ৫ পুলিশসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে আদালতের প্রসিকিউশন শাখায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই অভিযোগপত্র জমা দেয়।
এরপর দুপুরে সংস্থার সিলেট বিভাগীয় কার্যালয়ে বিশেষ পুলিশ সুপার মো হুমায়ুন কবীর সাংবাদিকদেরকে তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবহিত করেন।
এ সময় পিবিআই সিলেট জেলার পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আওলাদ হোসেন উপস্থিত ছিলেন।
১৯৬২ পৃষ্ঠার অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরখাস্ত এসআই আকবর হোসেন ভূইয়া, এএসআই আশেকে এলাহী, কনস্টেবল হারুন অর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস, টু-আইসি এসআই মো হাসান উদ্দিন ও সাংবাদিক পরিচয় দানকারী আব্দুলাহ আল নোমানকে আসামি করা হয়েছে।
এসআই আকবর হোসেন ভূইয়া, এএসআই আশেকে এলাহী, কনস্টেবল হারুন অর রশিদ ও কনস্টেবল টিটু চন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগ রায়হান উদ্দিনকে নির্যাতন করে হত্যার। এসআই হাসান উদ্দিন ও আব্দুলাহ আল নোমানের বিরুদ্ধে অভিযোগ ঘটনার আলামত নষ্টের। অভিযুক্তদের মধ্যে ৫ পুলিশ সদস্য কারাগারে। আব্দুলাহ আল নোমান পলাতক রয়েছে।
Leave a Reply