নিজস্ব প্রতিবেদক : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জেলা কর আইনজীবী সমিতি সিলেটে রাজস্ব ভবন দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
রবিবার বিকেলে সিলেট চেম্বার মিলনায়তনে দুই সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
এতে আরো ঘোষণা করা হয়, সিলেটে রাজস্ব ভবন বাস্তবায়নে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জেলা কর আইনজীবী সমিতি একসাথে কাজ করবে।
মতবিনিময় সভায় উল্লেখ করা হয়, একই ভবনে সকল প্রকার রাজস্ব প্রদান করতে না পেরে বিভিন্ন অলিগলিতে অবস্থিত অফিসে যাতায়াত করে সিলেটের করদাতারা নানা সমস্যার সম্মুখিন হচ্ছেন, যা কোনভাবেই কাম্য হতে পারে না।
নেতবৃন্দ সিলেটে রাজস্ব ভবন বাস্তবায়নে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ। জেলা কর আইনজীবী সমিতির পক্ষ থেকে সূচনা বক্তব্য রাখেন, সংগঠনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল।
Leave a Reply