নিজস্ব প্রতিবেদক : সিলেটে রবীন্দ্রনাথ স্মরণোৎসবে বিতর্কিত ব্যক্তিদের সম্পৃক্ততায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন করা হয়েছে।
সিলেটের সর্বস্তরের সংক্ষুব্ধ সংস্কৃতিকর্মীরা মঙ্গলবার বিকেলে এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব হ্যারল্ড রশীদ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা এম রশীদ আহমদ, সাংবাদিক আব্দুল লতিফ নূতন, নাজমুল কবীর পাবেল, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনীর, জয়নাল আবেদীন জুয়েল, আওয়ামী লীগ নেতা তপন মিত্র, প্রিন্স সদরুজ্জামান, আজহার উদ্দিন জাহাঙ্গীর, ডা নাজরা চৌধুরী, কয়েস গাজী ও আব্দুল খালিক। পরিচালনায় ছিলেন, সংগঠক মোহাম্মদ বাদশা গাজী।
বক্তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষ পূর্তি উৎসবের আয়োজক কমিটিতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সদস্য সচিব করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধন থেকে আয়োজক কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়।
Leave a Reply