সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে কবি শামসুর রাহমানকে সংবর্ধনা জ্ঞাপনের উদ্দেশ্যে ১৯৯৫ সালের ১৬ ফেব্রুয়ারি বৃহত্তর সিলেটের কবি-সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদসহ সর্বস্তরের সুধীবৃন্দের সমন্বয়ে আয়োজিত প্রস্তুতিসভায় কবি শামসুর রাহমান সংবর্ধনা পরিষদ, সিলেট ও ১০টি উপ পরিষদ গঠন ছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয় যে, কার্যনির্বাহী কমিটি বিভিন্ন উপ পরিষদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
সংবর্ধনা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের লক্ষ্যে এই সভা কার্যনির্বাহী কমিটিকে ক্ষমতা প্রদান করে।
সভায় ‘কবি শামসুর রাহমান সংবর্ধনা পরিষদ, সিলেট’ নামে একটি ব্যাংক হিসাব (একাউন্ট) খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ সহ সভাপতি অথবা সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে।
সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ কবির সম্মতি সাপেক্ষে নির্ধারণের জন্য সভায় কার্যনির্বাহী কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়।
সভায় উদ্যোক্তাদের পক্ষে আগত সুধীবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন শুভেন্দু ইমাম।
এর দু’দিন পর ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে কবি শামসুর রাহমান সংবর্ধনা পরিষদ, সিলেটের কার্যনির্বাহী কমিটির এক সভা প্রফেসর সদরুদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, মো আবুল বশর, হাবিবুর রহমান, সফিউদ্দিন আহমদ, রামকানাই দাস, বিরাজ মাধব চক্রবর্তী, আল আজাদ, মাহবুব আহসান চৌধুরী, মাহবুবুজ্জামান চৌধুরী, অরবিন্দ দাসগুপ্ত, মহিউদ্দিন শীরু, মোহাম্মদ আব্দুল আজিজ, আবুল ফতেহ ফাত্তাহ, শুভেন্দু ইমাম, শামসুল আলম, সুপ্রিয় চক্রবর্তী, আফতাব হোসেন, তুষার কর, সুধাময় মজুমদার, গোলাম হোসেন আজাদ, হেমচন্দ্র ভট্টাচার্য ও মোহাম্মদ আরশ আলী।
সভায় গৃহীত সিদ্ধান্ত :
১. সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ ৩১ মার্চ ১৯৯৫ কবির অনুমতি সাপেক্ষে নির্ধারণ করা হয়।
২. সংবর্ধনা অনুষ্ঠানের স্থান সিলেট অডিটোরিয়াম (এখন কবি নজরুল অডিটোরিয়াম) নির্ধারণ করা হয়।
৩. কবি শামসুর রাহমান সংবর্ধনা পরিষদের কার্যনির্বাহী কমিটির জন্য প্যাড, সিল ও রসিদ বই প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৪. সংবর্ধনা অনুষ্ঠানে কবিকে প্রদানের উদ্দেশ্যে একটি মানপত্র রচনার দায়িত্ব তুষার কর, শুভেন্দু ইমাম ও আবুল ফতেহ ফাত্তাহকে প্রদান করা হয়।
৫. ৫ মার্চ ১৯৯৫ তারিখের মধ্যে প্রত্যেক উপ পরিষদের সভা অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট আহবায়কদের অনুরোধ জানানো হয়।
৬. ৬ মার্চ বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
৭. কার্যনির্বাহী কমিটিতে ফখরুল ইসলাম ও আবু হেনা চৌধুরীকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।
৮. অভ্যর্থনা উপ পরিষদে সিলেট শাখা বিএমএর সাধারণ সম্পাদক ডা মঈনুল ইসলামকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৯. কবি শামসুর রাহমানের সংবর্ধনা উপলক্ষে আবৃত্তি, বক্তৃতা, প্রবন্ধ রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বি দ্র : সংশ্লিষ্ট সবার কাছে এ উদ্যোগ সংক্রান্ত স্মৃতিচারণমূলক লেখা আহবান করছি।
Leave a Reply