যুব উন্নয়ন অধিদফতরের যুগ্ম সচিব (পরিচালক প্রশাসক-অর্থ) শিশির কুমার রায় বলেছেন, প্রশিক্ষণে কর্মমুখী শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হওয়া সম্ভব। সমাজ ও দেশ পরিবর্তন করতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই দেশের উন্নয়নে বেকার যুবসমাজকে প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরো বলেছেন, পথ নির্দেশক যুব উন্নয়নের মাধ্যমে যুবকরাই প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশ আলোকিত করেছে।
বুধবার দুপুরে সিলেট মহানগরীর টিলাগড়ে যুব উন্নয়ন অধিদফতর মিলনায়তনে যুব উন্নয়ন অধিদফতর আয়োজিত ইদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক মো আলা উদ্দিনের সভাপতিত্বে ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সভপতি ও জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ ও সিটি কাউন্সিলর শাহানারা বেগম। আত্মকর্মী যুব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জাতীয় যুব সংগঠক ও জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ সভাপতি এম এ নাসির সুজা, সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আত্মকর্মী নুরুন্নাহার বেবী, যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ সেপুল, আব্দুল আহাদ শাহীন, সিলেট আলোকিত সমাজকল্যাণ সংস্থার সভাপতি শারমিন কবির, রাধা কৃষ্ণ রায়, ফয়সল, সাদিকুর রহমান, আব্দুর রহমান প্রমুখ।
Leave a Reply