নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোয়ায় নতুন করে বিপর্যস্ত যুক্তরাজ্য থেকে দেশে ফেরা ৪২ যাত্রীকে সিলেটে করোনার বিস্তাররোধে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি। এতে মোট যাত্রী ছিলেন এক শিশুসহ ৪৮ জন। এরমধ্যে ওই শিশুসহ ৪২ জন এখানে অবতরণ করেন। অন্যরা ঢাকায় যান।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, এখানে অবতরণকারী যাত্রীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ দিনের কোয়ারেন্টাইনে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। এজন্যে আগে থেকেই হোটেল বরাদ্দ ও বিআরটিসির তিনটি বাস প্রস্তুত রাখা হয়েছিল।
যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের নিজ খরচে থাকার জন্যে সিলেট জেলা প্রশাসন ২টি হোটেল পুরোপুরি ও ৭টি হোটেল প্রাথমিকভাবে প্রস্তুত রেখেছে।
Leave a Reply