নিজস্ব প্রতিবেদক : পরিবহণ সেক্টরের শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা রোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগর উদ্যোগে পরিবহণ চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মহানগরীর জিন্দাবাজারে সিএনজি আটোরিক্সা ও লেগুনা চালকদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়ের। ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) বদিউল আমিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ট্রাফিক বিভাগের টিআই মো আব্দুল মুকিত ও মো হাবিবুর রহমান, সার্জেন্ট মো ফাহাদ চৌধুরী, জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী রুনু মিয়া মঈন ও সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন মুক্তিযোদ্ধা শাখার জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল হামিদ মিয়া।
Leave a Reply