নিজস্ব প্রতিবেদক : সিলেটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে সোমবার সকাল ৯টা থেকে সিলেট মহানগরীর চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
শ্রদ্ধা নিবেদন করেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, বাসদ, জাসদ, সিলেট জেলা প্রেসক্লাব ও সম্মিলিত নাট্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট সিটি কর্পোরেশন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সংস্থার পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
Leave a Reply