নিজস্ব প্রতিবেদক : সিলেটে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ইদুল আজহা উদযাপিত হচ্ছে।
এবার সিলেট মহানগর পুলিশের আওতাধীন এলাকায় ২৪৬টি ও জেলায় ৫৪০টি ইদগা ও মসজিদে জামাত অনুষ্ঠিত হয়।
পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ইদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন গোলযোগের খবর পাওয়া যায়নি।
মহানগরীতে ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ইদগায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সহ বিশিষ্টজনরা সকল স্তরের মানুষের সাথে একাত্ম হয়ে সেখানে নামাজ আদায় করেন।
পরে দেশ ও মুসলিম উম্মার সুখ ও শান্তি এবং রোহিঙ্গা মুসলমানদের জানমাল রক্ষায় আল্লাহতালার রহমত কামনা করা হয়।
Leave a Reply