NEWSHEAD

সিলেটে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রের সংবর্ধনা

Published: 30. Jul. 2019 | Tuesday

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহের প্রতি অতি সদয় ও সহানুভূতিশীল। তিনি ময়মনসিংহকে বিভাগ করেছেন, বিভিন্ন উন্নয়ন কাজের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন করছেন। সিলেট-ময়মনসিংহ আন্তঃনগর ট্রেন চালুকরণ গণদাবি হয়ে উঠেছে। তিনি অবশ্যই এ দাবি পূরণ করবেন।
সোমবার সিলেটে বৃহত্তর ময়মনসিংহবাসী ও শাবিপ্রবির ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশন আয়োজিত নবীণবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেমুসাসের শহীদ সোলেমান হলে অধ্যাপক ড মো মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সিলেট-ময়মনসিংহ আন্তঃনগর ট্রেন চালুকরণ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মাহবুবুল হক ও শাবিপ্রবির এস এম আব্দুল্লাহ রনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান ও সিসিক মেয়রপত্নী শামা হক চৌধুরী। এছাড়াও ভৈরব পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শাহীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিকৃবি শাখার সভাপতি অধ্যাপক ড আব্দুল বাছেত, জামালপুর-শেরপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ড নিজাম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা সীতেষ কান্তি সাহা সহ অন্যরা বক্তব্য রাখেন।

Share Button
April 2020
M T W T F S S
« Mar    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

দেশবাংলা