নিজস্ব প্রতিবেদক : সিলেটে কেক কেটে মোহনা টেলিভিশনের সপ্তম বর্ষে পদার্পণ উৎসব উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো অফিস বৃহস্পতিবার রাতে ইমজা কার্যালয়ে কেক কাটেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মো সেলিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মোহনা টেলিভিশনের পরিচালক আব্দুল মোমিন চৌধুরী, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন প্রমুখ।
এ সময় অতিথিরা মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান মুজিবুর রহমান, রিপোর্টার এ এ চৌধুরী শিপার ও ক্যামেরাপার্সন খছরুজ্জামান খছরু সহ উপস্থিত সবার মুখে কেক তুলে দেন।
Leave a Reply