নিজস্ব প্রতিবেদক : ‘সড়ক পরিবহণ আইন মেনে চলুন-সড়কের শৃঙ্খলা রক্ষায় আপনিও এগিয়ে আসুন’-এ আহ্বান জানিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশেন সিলেট বিভাগীয় কমিটি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে মহানগরীর কোর্ট পয়েন্টে এই হেলমেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন, এসএমপির উপ কমিশনার ফয়সল মাহমুদ, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী, সিলেট বিভাগীয় সভাপতি মোস্তফা কামাল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ টি এম শোয়েব ও পরিচালক হুমায়ুন আহমদ সহ অন্যরা।
Leave a Reply