সিলেটে কবি ড মোজাম্মেল হকের সাতটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সোহাগ সাহিত্য গোষ্ঠী এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড আতফুল হাই শিবলী। বিশেষ অতিথি ছিলেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, এম সি কলেজের বিভাগীয় প্রধান ইদ্রিস আলী, উপাধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি আ ন ম শফিকুল হক। সভাপতিত্ব করেন, সোহাগ সাহিত্য গোষ্ঠীর উপদেষ্টা কবি ইকবাল বাহার সোহেল। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
Leave a Reply