বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার, আট ঘণ্টা কর্মদিবস, ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ও গণতান্ত্রিক শ্রম আইনসহ বিভিন্ন দাবিকে সামনে রেখে সিলেটে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা শাখা মহান মে দিবস পালন করেছে।
এ উপলক্ষে শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে থেকে একটি মিছিল বের হয়ে জনতার কামরান চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের আহবায়ক মুখলেসুর রহমানের সভাপতিত্বে ও প্রসেনজিৎ রুদ্রের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাসদ (মার্কসবাদী) আহবায়ক কমরেড উজ্জ্বল রায় ও সদস্য বিরেন সিং। এছাড়াও উপস্থিত ছিলেন, দলের জেলা নেতা অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, চা শ্রমিক নেতা অজিত রায়, জিতু সেন প্রমুখ।
বক্তারা বলেন, লকডাউনের কারণে কর্মহীন অপ্রাতিষ্ঠানিক সেক্টরের ৫ কোটি শ্রমিকের জন্য সরকারের কোন আয়োজন নেই। কাজের পরিপূর্ণ নিয়োগ প্রক্রিয়া না থাকাসহ বিভিন্ন কারণে নির্মাণ শ্রমিক, হকার, দোকান কর্মচারী, পরিবহন শ্রমিক, দর্জি শ্রমিক, হোটেল শ্রমিক, দিনমজুর, রিক্সাচালক, গৃহপরিচারিকা ও পরিচ্ছন্নতা কর্মীরা তাদের বেতন-ভাতা পাচ্ছে না। ফলে ছেলেমেয়েদের নিয়ে তাদেরকে না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে।
Leave a Reply