জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সিলেট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবগঠিত অফিসার্স অ্যাসোসিয়েশন সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে।
বৃহস্পতিবার, ৩০ মে (১৬ জ্যৈষ্ঠ) সকাল সাড়ে ১০টায় সিলেট মহানগরীর চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শোভাযাত্রা করে প্রথমে জাতির পিতার প্রতিকৃতিতে এবং পরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এর আগে দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক ডা এ এইচ এম এনায়েত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে নবগঠিত অফিসার্স অ্যাসোসিয়েশন সম্পর্কে তাকে অবহিত করে।
এ সময় ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে নেওয়া যেকোনো উদ্যোগে উপাচার্যের আন্তরিক সহযোগিতার কামনা করা হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সভায় সংগঠনের সদস্য সচিব হুমায়ুন কবির জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন আহবায়ক শমসের রাসেল।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ায় প্রত্যয়ী বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের নিয়ে গঠিত এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় কাজ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানের জন্য নিবেদিতপ্রাণ কর্মকর্তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপে সোচ্চার এবং কর্মচারীদের যৌক্তিক দাবির ক্ষেত্রেও সমান দায়িত্বশীল থাকবে। এই সংগঠন, মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আস্থাশীল বাংলাদেশের যেকোন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নৈতিক ও মানবিক আন্দোলন-সংগ্রামের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে।
শ্রদ্ধা নিবেদনে আরও ছিলেন সংগঠনের যুগ্মআহবায়ক অঞ্জন দেবনাথ (সহকারী রেজিস্ট্রার), যুগ্মআহবায়ক মাইদুল ইসলাম চৌধুরী (সহকারী কলেজ পরিদর্শক), যুগ্মআহবায়ক মো গোলাম সরওয়ার (সহকারী পরিচালক, প উ), আহবায়ক কমিটির সদস্য, আতিক শাহরিয়ার ধ্রুব (সেকশন অফিসার), মো আশরাফুল ইসলাম হিমেল (সেকশন অফিসার), আব্দুল মুনিম (প্রকিউরমেন্ট অফিসার), মো মোশাররফ হোসেন (উপ সহকারী প্রকৌশলী), রুহেল আলম (প্রশাসনিক কর্মকর্তা), মো রাশেদুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা), নাফিস ইমতিয়াজ (প্রশাসনিক কর্মকর্তা), গৌতম চন্দ্র দে (প্রশাসনিক কর্মকর্তা), মো শফিকুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা), মো তৌফিকুল ইসলাম (প্রশাসনিক কর্মকর্তা), কাজী মাসুদ (প্রশাসনিক কর্মকর্তা), বুলবুল এ কাওছার (প্রশাসনিক কর্মকর্তা), মো রহমত আলী (প্রশাসনিক কর্মকর্তা), মো আবু মুসা (প্রশাসনিক কর্মকর্তা), মুমিনুর রহমান (প্রশাসনিক কর্মকর্তা), তামান্না ফিরোজী (প্রশাসনিক কর্মকর্তা), দেবশ্রী রানী দাস (প্রশাসনিক কর্মকর্তা), আলী ফজল মো কাওছার (প্রশাসনিক কর্মকর্তা), এনি সরকার (প্রশাসনিক কর্মকর্তা), অনুপমা দাস (প্রশাসনিক কর্মকর্তা) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply