নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যখাতে সংকট দূর করতে নিয়োগ আটকে থাকা মেডিকেল টেকনোলজিস্টদের দ্রুত নিয়োগ দেওয়ার দাবিতে সিলেটে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টরা দুই ঘণ্টার এই কর্মসূচি পালন করেন।
এসময বক্তারা বলেন, এক যুগ ধরে টেকনোলজিস্ট নিয়োগ আটকে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে বয়স পেরিয়ে গেলেও অনেকে নিয়োগ পাননি। অথচ প্রয়োজনের তুলনায় এক-পঞ্চমাংশের কম লোক দিয়ে চালাতে হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টের কাজ। এতে তারা যেমনি চরম ভোগান্তিতে আছেন তেমনি সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন প্রাপ্য সেবা প্রাপ্তি থেকে। বিশেষ করে করোনা বিপর্যয়ের সময় অদক্ষ লোক দিয়ে উপজেলা পর্যায়ে নমুনা সংগ্রহ করাতে গিয়ে অনেক সময়ই ভুল হচ্ছে।
Leave a Reply