নিজস্ব প্রতিবেদক : সিলেটে মৃদু ভূমিকম্প হয়েছে। শুক্রবার রাত ১০টা ৪৭ মিনিটে ৪ দশমিক ১ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্যে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর দূরত্ব ঢাকা থেকে ২০৪ কিলোমিটার এবং সিলেট থেকে ১০২ কিলোমিটার। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পরপরই রাত ১১টা ৬ মিনিট থেকে ১১টা ৭ মিনিট পর্যন্ত সিলেটের উপর দিয়ে ৭০ থেকে ৭৫ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও গাছপালার ক্ষতির আশংকা করা হচ্ছে।
Leave a Reply