‘মোরা প্রজ্জ্বলিত করবো মানবতা, শিল্প সিংহ নদে’ এই স্লোগান নিয়ে পথনাট্যোৎসবের মাধ্যমে মৃত্তিকায় মহাকালের যুগার্ধ উৎসবের প্রথম পর্ব উদযাপিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে পথনাট্যোৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহিদুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা। সভাপতিত্ব করেন মৃত্তিকায় মহাকালের মুখ্য নির্বাহী সৈয়দ সাইমূম আনজুম ইভান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা ফাহিমা ইয়াসমিন। যৌথভাবে পরিচালনায় ছিলেন শর্মিলা দাশ সিমি ও সাদিয়া ইসলাম চৌধুরী।
Leave a Reply