ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং কে স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ‘আবুল মাল আবদুল মুহিত-কে স্পোর্টস আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট’ শুরু হচ্ছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। টুর্নামেন্টে জেলার ১৩টি ফুটবল দল অংশ নিচ্ছে। ২৮ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে আহুত সংবাদ সম্মেলনে ডিএসএর সাধারণ সম্পাদক ও ডিএফএর সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম জানান, আবুল মাল আবদুল মুহিত-কে স্পোর্টস আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট এ অঞ্চলের ফুটবল খেলোয়াড়দের মাঝে নবজাগরণের সৃষ্টি করবে।
তিনি উল্লেখ করেন, এ উদ্যোগের মূল লক্ষ্য, যুব সমাজ জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসবাদ হতে দূরে থাকুক এবং পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে শারীরিক ও মানসিকভাবে পরিশীলিত হয়ে সত্যিকারের মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হোক।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, নাজনীন হোসেন, কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়াম চৌধুরী মাম্মী সহ অন্যরা।
Leave a Reply