নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তিনবারের সফল অর্থমন্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, ভাষাসংগ্রামী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সিলেট পৌঁছেছে।
শনিবার রাত ১০টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহটি নিয়ে আসা হয়। আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা তা গ্রহণ করেন। তবে সন্ধ্যার পর থেকেই সর্বস্তরের শোকাহত মানুষ হাফিজ কমপ্লেক্সে ভিড় করছিলেন।
মহানগরীর ধোপাদিঘির পারে ‘মুহিত সাহেবের বাড়ি’ নামে খ্যাত হাফিজ কমপ্লেক্সে বিশেষ ব্যবস্থায় মরদেহটি রাখা হয়েছে। সেখান থেকে রবিবার দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে নেওয়া হবে।
সাদাকাফনে মোড়ানো প্রিয় মানুষের মরদেহটি আম্বুলেন্স থেকে বের করা মাত্র অনেকে কান্নায় ভেঙে পড়েন। ফলে এক শোকাবহ পরিবেশ জেগে উঠে।
আবুল মাল আবদুল মুহিতের ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন, ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মো মজিবর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
Leave a Reply