নিজস্ব প্রতিবেদক : ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর সিলেটে জামাত-শিবিরের সন্ত্রাসীদের নৃশংসতায় শহীদ মুনির-ই কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি দে ও এনামুল হক জুয়েল স্মরণে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে আলোর মিছিলটি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অন্যান্য বছরের মতো এবারো মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চা এ কর্মসূচির আয়োজন করে।
পরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা যায়নি বলেই পরবর্তী সময়ে জামাত-শিবির সিলেটে একের পর এক খুনের রাজনীতি চালিয়ে যায়।
বক্তারা পুনঃ তদন্তের মাধ্যমে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।
একইসঙ্গে সমাবেশে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিও জানানো হয়।
আলোর মিছিলের শুরুতে বক্তব্য রাখেন, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চার আহ্বায়ক মিশফাক আহমদ মিশু ও তখনকার ছাত্রনেতা জাকির হোসেন। পরে বক্তব্য রাখেন, দেবাশীষ দেবু।
আলোর মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন, সাংবাদিক আল আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনির, নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমর বিজয় শী শেখর, জাসদ নেতা কিবরিয়া চৌধুরী ও গিয়াস আহমদ, বাসদ নেতা আবু জাফর ও প্রণবজ্যোতি পাল, গণসঙ্গীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, সম্মিলিত নাট্য পরিষদর সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, কবি প্রণব কান্তি দে, সমাজকর্মী ফারমিস আক্তার, সাংবাদিক মঈনউদ্দিন মঞ্জু, পরিবেশ কর্মী আশরাফুল কবির, নাট্যকর্মী ইন্দ্রাণী সেন সম্পা, সুপ্রিয় দেব শান্ত, সংস্কৃতিকর্মী আয়েশা রুনা, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক রাজীব রাসেল, সংস্কৃতিকর্মী রোমন আহমদ, চিত্রশিল্পী ইসমাইল গনি হিমন ও ছাত্র ইউনিয়ন সিলেটের সাধারণ সম্পাদক নাবিল এইচ।
এদিকে মুনির-তপন-জুয়েল দিবসে জেলা জাসদ আয়োজিত স্মরণসভায় এই নৃশংস হত্যকাণ্ডের পুন:তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমিতে এই স্মরণসভার আয়োজন করা হয়।
জাসদের জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দলের জেলা সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া চৌধুরী, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, মহানগর নেতা আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও জেলা ছাত্রলীগ সভাপতি তাওহীদ এ এলাহী। পরিচালনায় ছিলেন, মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ।
এর আগে জেলা ছাত্রলীগের উদ্যোগে মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি শোক মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নজরুল একাডেমিতে গিয়ে শেষ হয়।
Leave a Reply