নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আবদুল মোমেন বলেছেন, সারাবছর বাণিজ্যমেলা জাতীয় আয়োজনের জন্যে দেশের সব শহরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন।
শনিবার সন্ধ্যায় মহানগরীর সদর উপজেলা মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পররাষ্ট্র মন্ত্রী মুজিববর্ষে সিলেটে মুজিব ট্রেড সেন্টার নামে একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো শোয়েব, সাবেক পিপি অ্যাডভোকেট মোশাহিদ আলী, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
Leave a Reply