নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযেুদ্ধ অংশগ্রহণকারী খেতাবপ্রাপ্ত তৎকালীন ইপিআর (বর্তমান বিজিবি) সদস্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সিলেট সেক্টর সংবর্ধনা দিয়েছে।
বিজিবি দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিজিবি সিলেট সেক্টর সদর দফতরে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল্লাহ আল মামুন। এছাড়া অনুষ্ঠানে তৎকালীন ইপিআর সদস্য মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে শুভেচ্ছা উপহার দেয়া হয়।
সামরিক ও বেসামরিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সিলেট সেক্টরের সর্বস্তরের সৈনিক ও বেসামরিক কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply