মহান বিজয় দিবস উপলক্ষে নুপুর বেতার শ্রোতা ক্লাব সিলেটের উদ্যোগে মুক্তিযোদ্ধা বেতার শিল্পীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালক যুগ্ম সচিব মো মতিউর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান বেতার কণ্ঠশিল্পী তুহিন আহমেদ। সংবর্ধিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বেতার শিল্পী বাউল আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা বেতার শিল্পী বাউল ইসরাঈল মিয়া ও বেতার শিল্পী মো হোসেইন আলী। বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো দেলোয়ার হোসেন খান, বাংলার মাটি পত্রিকার সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রঞ্জন সিনহা। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক শিল্পী সুপ্রিয়া দেব।
অনুষ্ঠানে প্রবীণ সংগীত ব্যক্তিত্ব বেতার শিল্পী আব্দুল মজিদ সরকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Leave a Reply