নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও জেলা পরিষদ বিজয়ী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করেছে।
শুক্রবার সকাল ১১টায় কবি নজরুল অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো জামাল উদ্দীন আহমদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন। বিশেষ অতিথ ছিলেন পুলিশের উপ মহাপরিদর্শক মো কামরুল আহসান, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এসএম রোকন উদ্দিন, পুলিশ সুপার মো মনিরুজ্জামান, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ।
Leave a Reply