নিজস্ব প্রতিবেদক : সিলেটে বীর মুক্তিযোদ্ধা তফজ্জুল আলী ও তার ছেলে মোস্তাক আহমদের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা যোগ দেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সদর উপজেলা কমান্ডার ইরশাদ আলী, বিশ্বনাথ উপজেলা কমান্ডার ওয়াহিদ আলী ও ডেপুটি কমান্ডার রনজিৎ চন্দ্র ধর, সদর উপজেলা সহকারী ডেপুটি কমান্ডার রইছ আলী, সহকারী কমান্ডার খুরশেদ আলী ও হযরত আলী, টুকেরবাজার ইউনিয়ন কমান্ডার মনির উদ্দিন প্রমুখ।
Leave a Reply