নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো এবারও গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেট মহান বিজয়ের মাস ডিসেম্বরকে বরণ করেছে।
এ উপলক্ষে সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে সংগীত পরিবেশন করা হয়।
পরে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ বলেন, বছরের প্রতিটি মাসই আমাদের ইতিহাসে স্মরণীয়। তবে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাস হিসেবে ডিসেম্বর আমাদেরকে বিশেষভাবে আলোড়িত করে। এ মাসে আমরা নতুন করে উজ্জীবিত হই।
কর্মসূচিতে অংশ নেন মুক্তিযোদ্ধা আফতাব আলী, মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের নির্বাহী সদস্য অধ্যাপক আব্দুল জলিল, ধ্রুব গৌতম ও শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, সংগীত গুরু স্বরদিন্দু চক্রবর্তী রেন্টু, অধ্যাপক শাহিদুল ইসলাম, অধ্যাপক ফখরুল ওয়াহিদ, অধ্যাপক আজির উদ্দিন, অ্যাডভোকেট ড এম শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান মো সালাউদ্দিন পারভেজ, সংস্কৃতিকর্মী মো আবু তাহের, সন্দ্বীপ দেব, মনোজ দাস, শ্যামল চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তাহের, গোপাল বর্ধন, হেনা মমো, পান্না বেগম, শুকরান আহমদ, স্বপন মল্লিক শিবা প্রমুখ।
Leave a Reply