নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযু্দ্ধের ইতিহাস সংগ্রহে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখা ও মুক্তিযুদ্ধ অনুশীলন জেলার মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তাদের সন্তানদের মাধ্যমে লিপিবদ্ধ করার কর্মসূচি হাতে নিয়েছে।
‘মুক্তিযোদ্ধা বাবার বীরত্বগাথা’ নামের এই কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধা সন্তানরা ১৫টি নির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে তাদের বাবাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে বিজয়ীর বেশে বাড়ি ফেরা পর্যন্ত কাহিনী তুলে অানবেন। পরবর্তী সময়ে উপজেলা ভিত্তিক তা গ্রন্থাকারে প্রকাশ করা হবে।
এ উপলক্ষে শনিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, তথ্য ও গবেষণা কমান্ডার সুবল চন্দ্র পাল, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, মুক্তিযুদ্ধ অনুশীলন সভাপতি আল-আজাদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি সালাউদ্দিন পারভেজ। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সদস্য সচিব ইকবাল বাহার। মোগলাবাজার থানা শাখার আহ্বায়ক মো সালাউদ্দিনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান ও লেখক হাবিব আহমদ দত্ত চৌধুরী, মুক্তিযোদ্ধা যুব কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী নয়ন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক জবরুল আহমদ।
Leave a Reply