নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
মঙ্গলবার বাদ জোহর হয়রত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের পর নির্বাচনী প্রচারণার শুরুর ঘোষণা দিয়ে তিনি প্রচারপত্র বিতরণ করেন।
অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এ সময় বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, স্বাধীনতা, গণতন্ত্র ও প্রগতির শক্র, দেশ ও জাতিদ্রোহী বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক চক্র আবারো তৎপর হয়ে উঠেছে।
তিনি সিলেট-১ অথবা সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থও বক্তব্য রাখেন।
Leave a Reply