সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার অফিস চত্বরে সৃজিত মিশ্র ফল বাগান উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বাগানটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ ও পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
সৃজিত বাগানের স্থানটি আগে পরিত্যক্ত ভূমি ছিলো। বিভাগীয় কমিশনারের নির্দেশনায় জায়গাটি সংস্কার করে সেখানে মিশ্র ফল বাগান করা হলো।
পরিবেশ অধিদপ্তর, সিলেটের বাস্তবায়িত বাগানে বিলুপ্ত প্রায় মোট ৫৩ প্রজাতির ফলদ, ঔষধি ও ফুল জাতীয় বৃক্ষচারা রোপণ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর এ ধরনের সৃজনশীল কাজ অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply