বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিমের মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত রয়েছে।
এ পর্যায়ে তিনি পুরো জেলার ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, এ্যাথলেটিকস, কাবাডি ও ব্যাডমিন্টনের সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচ এবং ক্রীড়া সংগঠককে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দিয়েছেন।
বুধবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম দফায় মাহি উদ্দিন আহমদ সেলিম ক্রীড়াঙ্গনের ২শ জনকে এককালীন ৫ হাজার টাকা করে ১০ লাখ টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল মালিক রাজা, কার্যনির্বাহী সদস্য মাসুক মিয়া, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, অনির্বাণ ক্রীড়া চক্রের সভাপতি গোলাম জাবির চৌধুরী জাবু, জেলা হকি কমিটির সম্পাদক সুনু মিয়া, ক্রিকেট কমিটির সম্পাদক জয়দীপ দাস সুজক, প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক এটিএম ইকরাম, প্রথম বিভাগ ভলিবল লীগ কমিটির সম্পাদক কৃষ্ণপদ দে, জেলা ব্যাডমিন্টন কমিটির সম্পাদক লিয়াকত হোসেন, বিসিবির জেলা কোচ রানা মিয়া, জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু ও সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু।
Leave a Reply