ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে মাহা-ইমজা ৩য় মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ফ্যাশন হাউস মাহার পৃষ্ঠপোষকতায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বিজিত চৌধুরী, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, বর্তমান সভাপতি আশরাফুল কবির ও সাধারণ সম্পাাদক দেবাশীষ দেবু।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় অংশ নিউজ টোয়েন্টিফোর ও চ্যানেল আই ইউরোপ। দ্বিতীয় খেলাটি ছিল, বাংলাভিশন ও যমুনা টেলিভিশনের মধ্যে। তবে দুটি খেলাই গোলশূন্যভাবে শেষ হয়। ফলে চারটি দলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
Leave a Reply